অজ্ঞাত নারীর চার টুকরো লাশ উদ্ধার

আশুলিয়ায় আঞ্চলিক সড়কের পাশ থেকে হাত-পা ও মাথা ছিন্ন করা অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে আশুলিয়ার কাঠগড়ার পালোয়ান পাড়া এলাকার সড়কের পাশে কাঠাল গাছের নিচ থেকে লাশের এই টুকরোগুলো উদ্ধার করা হয়। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, উদ্ধার হওয়া নারীর পরিচয় পাওয়া যায়নি। তার শরীরের আঘাতের চিহ্ন রয়েছে ও হাত-পা ও মাথা ছিন্ন অবস্থায় রয়েছে। ধারনা করা হচ্ছে তাকে হত্যা করে লাশ এখানে ফেলে গেছে দুর্বৃত্তরা।
এ ঘটনায় আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রিজাউল হক দিপু বাংলাদেশ প্রতিদিনকে বলেন, এই হত্যাকাণ্ডের ঘটনায় একটি মামলা হয়েছে, খুব গুরুত্বের সঙ্গে মামলার তদন্তকাজ চলছে। হাত পা, ও মাথাসহ ৪ টুকরো লাশ উদ্ধার করা হয়েছে এবং কয়েকটি বিষয় মাথায় নিয়ে তদন্ত করা হচ্ছে। আশা করা হচ্ছে, দ্রুত সময়ের মধ্যে এই হত্যারহস্য উদঘাটিত হবে।
এদিকে ঘটনার রহস্য উদঘাটন এবং আসামিদের গ্রেফতারের জন্য থানা পুলিশের পাশাপাশি ডিবি পুলিশ মামলাটির ছায়া তদন্ত করছে। জেলা গোয়েন্দা শাখা, বিভিন্ন আইন-শৃঙ্খলা বাহিনী আসামিদের গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে। অন্যদিকে আশুলিয়ার কুরগাঁও এলাকা থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। এছাড়া আশুলিয়ার নরসিংপুর থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
নতুনসময়/আইকে