ইউপি চেয়ারম্যান মজিবুল হক রিপনের বাড়িতে হামলা-ভাঙচুর-লুটপাট
-2024-09-04-21-35-30.jpg)
সাম্প্রতিক সময়ে ছাত্র ও জনতার আন্দোলনের তোপের মুখে ক্ষমতাশীন আওয়ামীলীগ সরকারে পতন হয়।গত ৫ আগষ্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ত্যাগের মধ্যদিয়ে ক্ষমতাশীন আওয়ামীলীগের ১৬ বছরের ক্ষমতার অবসান ঘটে।
শেখ হাসিনার পদ ত্যাগ ও দেশ ত্যাগের মধ্যদিয়ে সারাদেশ ব্যাপি দুস্কৃতিকারীদের হামলায় ক্ষমতাশীন আওয়ামীলীগের অনেক নেতাকর্মীর বাড়িঘর ভাংচুর ও লুটপাটের মতো ঘটনা ঘটে।
তারাই ধারাবাহিকতায় গত ৫ আগষ্ট ২৪ ইং সন্ধ্যা ৬ টার দিকে ফেনী সদর উপজেলা ফাজিলপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মজিবুল হক রিপন বাড়িতে লুটপাট ও বসতঘর ব্যক্তিগত গাড়িতে আগুন ও নিজ নামে বৈধ অস্ত্র লুটপাট করে নিয়ে যান স্থানীয় দুর্বৃত্তরা ।হামলাকারীরা তাঁর বসতঘরে ঢুকে পরিবারের সদস্যদের মারধর করে আসবাব ভাঙচুর ও লুটপাট চালায়।
অভিযোগ থেকে জানা গেছে,৫ আগষ্ট সন্ধ্যা ৬ টার দিকে পাঁচ (০৫)শতাধিক লোক প্রথমে ফাজিলপুর ইউনিয়ন পরিষদে হামলা চালায়।তারা চেয়ারম্যান মজিবুল হক রিপনের খোঁজ করে। তাঁকে না পেয়ে বাড়িতে হামলা চালায়। তারা ঘরের মূল্যবান আসবাব ভাঙচুর করে লুটপাট চালায়।
ফাজিলপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মজিবুল হক রিপন জানান,সারাদিন আমি আমার নিজ বাড়িতে অবস্থান করছিলেন।তিনি খবর পান তার বাড়িতে দুস্কৃতিকারীরা হামলা করবে,মজিবুল হক বাড়ি ত্যাগের ৫ মিনিট পর ফাজিলপুর ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের নেতৃত্বে পাঁচ(০৫)শতাধিক লোক প্রথমে পরিষদে হামলা চালায়।
পরে বাড়িতে গিয়ে হামলা-ভাঙচুর চালায়। এ সময় তারা পরিবারের সদস্যদেরও মারধর করে। ঘরে থাকা মূল্যবান আসবাব ভাঙচুর, টাকা ও স্বর্ণালংকার ও আমার বৈধ অস্ত্র লুট করে নিয়ে যান। পাশাপাশি বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করে দেয়।তাদের হামলায় তাঁর বাড়ি দেখাশুনার কেয়ারটেকারসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। এই বিষয়ে ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) বলেন,ঘটনাটি শুনেছি। তবে সেনাবাহিনী না আসায় পুলিশ ঘটনাস্থলে যেতে পারেনি।