আমবাগানে নিয়ে বেধড়ক মারধর, জামায়াত নেতার মৃত্যু

নওগাঁর সাপাহারে সড়কে ব্যাড়িকেড দিয়ে মারপিটে উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আব্দুল্লাহ্ হিল কাফি নিহত হয়েছেন। শনিবার দুপুর পৌনে ৩টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জামায়াতের এই নেতা।
স্থানীয়রা জানান, শুক্রবার রাত ১০টার দিকে জামায়াত নেতা আব্দুল্লাহ হিল কাফি আহমাদুল্লাহ নামের তার এক সাথীকে সঙ্গে নিয়ে আশড়ন্দ বাজার এলাকা থেকে মোটরসাইকেলে করে সাপাহারে ফিরছিলেন। পথে সৈয়দপুর ব্রিজ এলাকায় পৌঁছালে একদল দুর্বৃত্ত রাস্তায় দড়ি দিয়ে তাদের পথরোধ করে। এরপর তাদের আটক করে পাশের আম বাগানে নিয়ে বেদম মারপিট করে মোবাইল ফোন ও টাকা পয়সা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। দুর্বৃত্তের লাঠির আঘাতে আব্দুল্লাহ হিল কাফি মাথায় গুরুতর জখম হন।
তাদের চিৎকারে স্থানীয়রা উদ্ধার করে সাপাহার উপজেলা কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে রাতেই তাদের দুজনকেই রাজশাহী কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দুপুর ২টা ৪০ মিনিটে আবদুল্লাহ হিল কাফির মৃত্যু হয়।
সাপাহার থানার ওসি পলাশ দেবনাথ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে সাপাহার থানায় খুনসহ ছিনতাইয়ের মামলা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে গ্রেফতারের চেষ্টা চলছে।