গোলাপের সহযোগী বিপ্লব শতকোটি টাকার মালিক, খুঁজছে আইনশৃঙ্খলা বাহিনী

আওয়ামী লীগের প্রচার সম্পাদক আব্দুস সোবহান গোলাপের অন্যতম সহযোগী শাহজাহান বিপ্লব অন্তত ১০০ কোটি টাকার মালিক হয়েছেন। বিগত আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী এই এমপির ছত্রছায়ায় থেকে অবৈধভাবে এই অর্থ আয় করেছেন তিনি। গত ৫ আগষ্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্নগোপনে চলে যান তিনি। আইনশৃঙ্খলা বাহিনী তাকে খুঁজছে বলেও জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আব্দুস সোবহান গোলাপ আওয়ামী লীগের একজন প্রভাবশালী নেতা ও সাবেক এমপি। আওয়ামী লীগ সরকারের ক্ষমতাকালীন সময়ে তার বিরুদ্ধে হাজার হাজার কোটি লোপাটের অভিযোগ উঠে। আর তারই ছত্রছায়য় এই বিপ্লবও ছিলেন বেপরোয়া।
জানা গেছে, বৈষম্য বিরোধী আন্দোলন তীব্র হওয়ার সময় আব্দুস সোবহান গোলাপ বিপ্লবের নিকট অন্তত ১০০ কোটি নগদ টাকা রাখতে বলেন। পরবতীতে সরকারের পতনের পর গোলাপ গত রোববার আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার হন। গ্রেফতার হওয়ার পর শাহজাহান বিপ্লব আত্মগোপনে চলে যাযন। গোলাপের অবৈধভাবে অর্জনকৃত অন্তত ১০০ কোটি টাকা বিপ্লবের কাছে রেখেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কাছে প্রাথমিক জিজ্ঞাসা বাদে আব্দুস সালাম গোলাপ স্বীকারও করেছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ বিপ্লবকে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে