ঢাকা সোমবার, ২৫শে আগস্ট ২০২৫, ১১ই ভাদ্র ১৪৩২

দারুসসালাম থানার এসআই মনিরুলের শাস্তি দাবি সাধারন ছাত্রদের


২৫ আগস্ট ২০২৪ ১৮:১০

প্রতিকি

দারুসসালাম থানার এস.আই মোঃ ময়নুল ইসলাম মনিরুলের শাস্তি দাবি করেছে সাধারন ছাত্ররা। গত ছাত্র আন্দোলনে নিরিহ ছাত্রদের ওপর গুলি চালানো এই এসআইকে দ্রুত আইনের আওতায় আনার দাবিও তাদের।

বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদের প্যাডে দেয়া অভিযোগে বলা হয়, এসআই মনিরুল গত ছাত্র আন্দোলনের মিছিলে সরাসরি গুলি করেছেন। ছাত্রদের আটকের নামে নির্মম নির্যাতনও করেন। এখন পর্যন্ত তাকে স্বপদে বহাল রাখা হয়েছে। দ্রুত তাকে আইনের আওতায় না হলে তার বিরুদ্ধে সাধারণ ছাত্ররা আবারো আন্দোলন শুরু করবে।

অভিযোগে বলা হয়, মনিরুল ইসলাম একজন দূর্নীতিবাজ কর্মকর্তা। তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনেরও অভিযোগ রয়েছে। মোহাম্মদপুর সাত মসজিদ হাউজিং এ একেক জনের ২ কোটি টাকা মূল্যের ফ্ল্যাট ও গাড়ী রয়েছে এবং বিগত সরকারের আমলে তারা চাঁদাবাজি, হত্যা, মাদক চোরকারবারির সহকারী হিসেবে অবৈধভাবে অনেক টাকার মালিক বনে গেছেন। এস.আই হিসেবে পুলিশে চাকুরী করে এত ফ্ল্যাট, গাড়ী, বাড়ীর মালিক কোথায় থেকে হলো? অবৈধ সরকারকে সাপোর্ট করে নিরীহ মানুষের উপর অত্যাচার করে এই টাকা বানিয়েছে। তদন্ত করে তাদের বিরুদ্ধে হত্যা, মামলা ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য জোর দাবী জানাই।