ঢাকা সোমবার, ১২ই মে ২০২৫, ২৯শে বৈশাখ ১৪৩২

২১ আগষ্ট গ্রেনেড হামলা মামলার আন্তর্জাতিক তদন্তের দাবি


২১ আগস্ট ২০২৪ ১০:৪৬

ফাইল ফটো

২১ আগষ্ট গ্রেনেড হামলা মামলার আন্তর্জাতিক তদন্ত দাবি করেছেন আওয়ামী লীগ সরকার আমলে পদন্নোতি বঞ্চিত পুলিশ কর্মকর্তারা।

 

আওয়ামী লীগ সরকার আমলে পদন্নোতি বঞ্চিত পুলিশ কর্মকর্তারা জানান, তারা মনে করেন সমাবেশের ভেন্যু বদলে ফেলার বিষয়টি পুলিশকে জানালে অঘটন হয়তো এড়ানো যেতো।

 

২০০৪ সালে ২১ আগষ্ট রাজধানীর মুক্তাঙ্গনে সমাবেশ করতে প্রথমে সিটি কর্পোরেশনের কাছ থেকে অনুমতি নেয় সে সময়ের জাতীয় সংসদে বিরোধী দল আওয়ামী লীগ। পরে মাইক ব্যবহারের জন্য পুলিশের অনুমতি নেওয়া হয়।

তবে সমাবেশস্থল সরিয়ে নেওয়া হয় বঙ্গবন্ধু এভিনিউ দলীয় কার্য়ালয়ের সামনে। সেসময়ের ডিএমপিতে কর্মরত উর্ধ্বতন কর্মকর্তাদের দাবির বিষয়টি করা হয়েছে পুলিশকে না জানিয়ে।

 

বিএনপি সরকার আমলের উর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের অভিযোগ শেখ হাসিনাকে বহনকারী গাড়ীটিকে পরীক্ষা করতে দেওয়া হয়নি আন্তর্জাতিক তদন্ত সংস্থা প্রতিনিধিদের।

একুশে আগষ্টের ঘটনায় কোন ভাবেই দায়ী নন এমন পুলিশ কর্মকর্তাদের মামলায় জড়িয়ে হয়রানির অভিযোগ করেন বিএনপি সরকার আমলের উর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা।