ছাত্র আন্দোলনে গুলির নির্দেশ, সাবেক এমপি লতিফের ৩ দিনের রিমান্ড মঞ্জুর

পুলিশের আবেদনের প্রেক্ষিতে চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ও মহানগর আওয়ামী লীগের সদস্য এমএ লতিফের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
শনিবার (১৭ আগস্ট) বেলা ১২টার দিকে চট্টগ্রাম মহানগর হাকিম জুয়েল দেবের আদালত এ আদেশ দেন।
পুলিশ জানায়, এমএ লতিফকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ৮ দিনের রিমান্ড আবেদন করলে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গত ৯ আগস্ট শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নগরের মাদারবাড়ি নসু মালুম মসজিদ এলাকা থেকে তাকে আটক করে সেনাবাহিনী।
প্রত্যক্ষদর্শীরা জানান, ৯ আগস্ট দুপুরে পূর্ব মাদারবাড়ির নসু মালুম মসজিদে জুমার নামাজ আদায় করেন সাবেক এমপি লতিফ। তার উপস্থিতি টের পেয়ে স্থানীয়রা তাকে ঘিরে ধরেন। অবস্থা বেগতিক দেখে মসজিদ সংলগ্ন এক আত্মীয়ের বাসায় আশ্রয় নেন তিনি। স্থানীয়রা ওই বাড়ি ঘিরে রাখে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় সেনাবাহিনীর একটি দল। পরে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাকে আটক করে নিয়ে যাওয়া হয়।