ঢাকা বৃহঃস্পতিবার, ৮ই মে ২০২৫, ২৬শে বৈশাখ ১৪৩২

৪২ জনসংযোগ কর্মকর্তার সংযুক্তি বাতিল


৯ আগস্ট ২০২৪ ০৯:৩৮

ফাইল ফটো

সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনকারী ৪২ জন বিসিএস তথ্য কর্মকর্তাকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

 

বৃহস্পতিবার (৮ আগস্ট) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

 

আদেশে বলা হয়, বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের জনসংযোগ কর্মকর্তার পদ থেকে সংযুক্তি বাতিল করে নিজ দফতর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে যোগদানের নির্দেশ দেওয়া হলো।

 

বিজ্ঞপ্তিতে ৪২ জন কর্মকর্তার নামের পাশাপাশি তারা যেসব মন্ত্রণালয় এবং দফতরে দায়িত্ব পালন করতেন সেগুলোর নাম যুক্ত করা হয়।