ঢাকা বৃহঃস্পতিবার, ৮ই মে ২০২৫, ২৬শে বৈশাখ ১৪৩২

ভারতে পালানোর সময় টাকাসহ আটক রাসিক কর্মকর্তা


৭ আগস্ট ২০২৪ ০৯:৪৮

ফাইল ফটো

ভারতে পালিয়ে যাওয়ার সময় বিজিবির হাতে আটক হয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের হিসাবরক্ষণ কর্মকর্তা নিজামুল হোদা। এ সময় তার কাছে থাকা নগদ ৩ লাখ ৩১ হাজার টাকা উদ্ধার করা হয়।

 

মঙ্গলবার (৬ আগস্ট) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টে তাকে আটক করেন বিজিবি সদস্যরা। 

 

এদিন বিকেলে এ তথ্য জানান ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া।

 

আটককৃত নিজামুল হোদা রাজশাহীর উপশহর হাউজিং এস্টেটের বাসিন্দা। তিনি রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র খায়রুজ্জামানের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত।

 

রহনপুর ৫৯ বিজিবি ব্যাটালিয়নের কর্মকর্তা গোলাম কিবরিয়া জানান, গোপন তথ্যের ভিত্তিতে আমরা জানতে পারি নিজামুল হোদা সোনামসজিদ দিয়ে বাংলাদেশ হতে ভারতে পালিয়ে যাবেন। পরে বিজিবির একটি টহল দল তাকে আটক করে। এ সময় তার কাছে থাকা নগদ ৩ লাখ ৩১ হাজার বাংলাদেশি টাকাও পাওয়া যায়। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।