ডিএমপির সব থানা অরক্ষিত
-2024-08-06-11-01-38.jpg) 
                                প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের খবর ছড়িয়ে পড়ার পর রাজধানীতে একের পর এক থানায় হামলা হতে শুরু করে। একপর্যায়ে পুলিশ সদস্যরা যে যেভাবে পেরেছেন, থানা ছেড়ে চলে গেছেন। এই অবস্থায় থানাগুলো অরক্ষিত অবস্থায় রয়েছে।
সংশ্লিষ্ট সূত্র বলেছে, গতকাল সোমবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যাত্রাবাড়ী, ডেমরা, ওয়ারী, উত্তরা পূর্ব থানাসহ বেশ কয়েকটি থানায় হামলা হয়েছে। বেশ কিছু থানায় ভাঙচুর চালানো হয়েছে, আগুন দেওয়া হয়েছে।
পুলিশ সূত্র বলেছে, যাত্রাবাড়ী থানায় দুপুরে হামলা হয়। হামলার পর প্রথমে পুলিশ গুলি করে জনতাকে ছত্রভঙ্গ করার উদ্যোগ নেয়। তবে এতে আরও ক্ষিপ্ত হয়ে ওঠে হামলাকারীরা। ভাঙচুর ও আগুন দেওয়া হয় থানায়।
পরে যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) কর্মকর্তারা আত্মসমর্পণ করে প্রাণ বাঁচান। এদিকে ডিএমপির ডেমরা, ওয়ারী, উত্তরা পূর্ব থানায় আগুন দেওয়া হয়। তখন থানায় আটকা পড়া পুলিশ সদস্যরা বারবার প্রাণ বাঁচাতে আকুতি জানিয়েও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাড়া পাননি।
এসব বিষয়ে বক্তব্য জানতে ডিএমপি কমিশনার হাবিবুর রহমানকে ফোন করা হলে তিনি ফোন ধরেননি।

 
                 
                                                    -2019-06-05-12-27-15.jpg) 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                         
                                                         
                                                         
                                                         
                                                         
                                                         
                                                        -2024-09-02-09-55-40.jpg) 
                                                         
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                            