ঢাকা বৃহঃস্পতিবার, ৮ই মে ২০২৫, ২৬শে বৈশাখ ১৪৩২

চট্টগ্রামে গুলিবিদ্ধ যুবকের মৃত্যু


৪ আগস্ট ২০২৪ ০৮:৪৮

ফাইল ফটো

চট্টগ্রামের বহদ্দারহাট এলাকায় সিটি মেয়র মো. রেজাউল করিম চৌধুরীর বাসায় হামলার চেষ্টার সময় গুলিবিদ্ধ হয়ে মো. শহীদ (৩৬) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার রাত আটটার দিকে তিনি গুলিবিদ্ধ হন। তিনি চকবাজারের রসুলবাগ এলাকার বাসিন্দা।

জানা যায়, রাত আটটার দিকে একদল লোক সিটি মেয়রের বাসায় হামলার চেষ্টা করে। এ সময় বাসার মূল ফটক ভাঙার চেষ্টা করলে পুলিশ গুলি ছোড়ে এবং সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল ছুড়ে হামলাকারীদের ছত্রভঙ্গ করে। তখন পাঁচজন গুলিবিদ্ধ হন। তাঁর মধ্যে মো. শহীদকে গুরুতর আহত অবস্থায় নগরের বেসরকারি পার্ক ভিউ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কিছুক্ষণ পর তিনি মারা যান। পার্ক ভিউ হাসপাতালের মহাব্যবস্থাপক জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত শহীদের মা শামসুন্নাহার বলেন, তার ছেলের নির্দিষ্ট কোনো পেশা নেই। যখন যেটা পান সেটা করেন। তিনি সেখানে (মেয়রের বাসা) কেন গেলেন, তা তারা বলতে পারছেন না। এক বছর আগে বিয়ে করেন শহীদ। তার স্ত্রী ছয় মাসের অন্তঃসত্ত্বা।

চান্দগাঁও থানার ওসি জাহিদুল কবির বলেন, ‘রাতে সিটি মেয়রের বাসায় একদল লোক হামলার চেষ্টা করে। ওই সময় বাসায় ছিলেন সিটি মেয়র। হামলাকারীরা গুলিও ছোড়ে। তখন দায়িত্বরত পুলিশ সদস্যরা সাউন্ড গ্রেনেড ও ফাঁকা গুলি ছোড়ে। গুলিবিদ্ধ হয়ে একজন মারা গেছে বলে শুনেছি।’