বিটিভি ভবনে আগুন
 
                                বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) ভবনে আগুনের ঘটনা ঘটেছে। তবে কে বা কারা এই আগুন দিয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এসময় সেখানে কিছু আন্দোলনকারীকে দেখা গেলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কেউ ছিল না।
এছাড়াও ভবনের সামনে পার্কিং স্টেশনে কয়েকটি গাড়ি ও মোটরসাইকেলে আগুন দেয়া হয়। এদিকে রামপুরা পুলিশ ফাঁড়িতেও অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে। সেখানে অন্তত ১০টি মোটরসাইকেলে আগুন জ্বলতে দেখা গেছে।
এদিকে, বাড্ডা-রামপুরা এলাকায় পুলিশ ও বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মধ্যে সংঘাতের মধ্যে একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ সময় শিক্ষার্থীসহ শতাধিক আহত হয়েছেন।
নিহতের নাম দুলাল মাতবর। তিনি পেশায় ড্রাইভার। সংঘাতের সময় তিনি একটি হাইএস গাড়ি চালিয়ে ওই এলাকা পার হচ্ছিলেন। দুপুর সাড়ে ১২টার দিকে আশংকাজনক অবস্থায় তাকে ফরাজি হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 
                 
                                                    -2019-06-05-12-27-15.jpg) 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                         
                                                         
                                                         
                                                         
                                                         
                                                         
                                                        -2024-09-02-09-55-40.jpg) 
                                                         
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                            