বেনাপোলে ১৮ কোটি টাকার সালফিউরিক এসিড জব্দ

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা ( এনএসআই ) সদস্যদের তথ্যের ভিত্তিতে বেনাপোল কাস্টমস ১৮ কোটি টাকা মূল্যের ঘোষণা বহির্ভূত সালফিউরিক এসিড জব্দ করেছে।
জানা যায়, গত ২ জুলাই আমদানি কারক রিফ লেদার লিমিটেড, চট্টগ্রাম যার সিএন্ডএফ এজেন্ট মোশারফ ট্রেডিং, বেনাপোল যশোর ভারত থেকে বেনাপোল স্থলবন্দর দিয়ে ১৬ হাজার ৪২৫ কেজি ফরমিক এসিড নামে পন্য আমদানি করেন যা বেনাপোল স্থলবন্দরের ৩৮ নং শেডে রক্ষিত আছে।
বেনাপোল জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) সদস্যদের গোপন তথ্য ছিল যে আমদানি কারক ফরমিক এসিডের পরিবর্তে সালফিউরিক এসিড আমদানি করেছে। বিষয়টি এনএসআই বেনাপোল ইউনিটের সদস্যদের দ্বারা কাস্টমস কর্তৃপক্ষকে অবহিত করলে তারা তাদের নিজস্ব ল্যাবে ফরমিক এসিড টেস্ট করে সালফিউরিক এসিড সনাক্ত করেন।
উল্লেখ্য, সালফিউরিক এসিড আমদানির ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও বিস্ফোরক পরিদপ্তরের অনুমোদন প্রয়োজন। আমদানি কারক অনুমোদন বিহীন ভাবে উক্ত সালফিউরিক এসিড রাজস্ব ফাঁকি দেওয়ার অসৎ উদ্দেশ্যে আমদানি করেন মর্মে জানা যায়।
বর্তমানে উক্ত কন্সাইনমেন্টের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার প্রক্রিয়া প্রক্রিয়াধীন রয়েছে। উক্ত সালফিউরিক এসিডের বর্তমান বাজার মূল্য আনুমানিক প্রায় ১৮ কোটি টাকা।