ফেনীতে দু'কোটি টাকার ভারতীয় শাড়ি আটক
-2024-07-11-14-41-08.png)
বিজিবি কুমিল্লা সেক্টরের অধীনস্থ ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি এবং লেহেঙ্গা আটক করেছে।
বুধবার ফেনীর ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর অধীনস্থ মজুমদারহাট এবং পরশুরাম বিওপির দুইটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ২১৬১/৪-এস হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ফেনীর পরশুরাম উপজেলাধীন উত্তর বাউর পাথর গ্রামের মোঃ নুর (মোহাম্মদ দীন) (৪৫) এর বাড়ীতে তল্লাশী করে ৮০ বস্তা ভারতীয় শাড়ি আটক করে।
শাড়ি আটককালীন সময়ে বাড়িতে কোন লোক উপস্থিত ছিলনা।
পরবর্তীতে উল্লেখিত বাড়ির নিকটবর্তী এলাকায় তল্লাশী চালিয়ে একটি বাঁশ বাগানে পরিত্যাক্ত অবস্থায় আরও ১৫ বস্তা ভারতীয় শাড়ি/লেহেঙ্গা আটক করে।
উক্ত অভিযানে জব্দকৃত কাপড়ের সর্বমোট মূল্য ২,৩৬,২২,০০০/- (দুই কোটি ছত্রিশ লক্ষ বাইশ হাজার) টাকা।