সরকারি পাহাড় ‘নিজের’ বলে ভাড়া দেন কাউন্সিলর

সরকারি জমি ভাড়া দিয়ে সাড়ে ৩৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) সাবেক এক কাউন্সিলরসহ চারজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার (৯ জুলাই) অভিযোগপত্রটি দাখিল করেন তদন্ত কর্মকর্তা ও দুদক চট্টগ্রাম জেলা সমন্বিত কার্যালয়-১ এর সহকারী পরিচালক মোহাম্মদ ফয়সাল কাদের।
অভিযোগপত্রে উল্লেখিত চারজন হলেন- নগরের লালখান বাজার ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবুল ফজল কবির আহমেদ, তার স্ত্রী তাহেরা কবির, জাগো ফাউন্ডেশনের চেয়ারম্যান কারভি রাকসান্দত দ্রুব এবং প্রকল্প পরিচালক ফয়সাল সিদ্দিকী।
দুদকের আইনজীবী কাজী সানোয়ার আহমেদ লাভলু বলেন, ২০২১ সালের ৮ নভেম্বর কমিশনের অনুমোদন সাপেক্ষে মামলাটি করেন সহকারী পরিচালক মোহাম্মদ আবু সাঈদ। তদন্ত শেষে সাবেক কাউন্সিলর আবুল ফজল কবির আহমেদসহ চারজনের বিরুদ্ধে ৩৭ লাখ ৬১ হাজার টাকা আত্মসাতের অভিযোগে চার্জশিট দাখিল করেছেন তদন্ত কর্মকর্তা।
দুদক সূত্রে জানা গেছে, লালখান বাজারের মতিঝর্ণা এলাকায় ওয়াসার পুরাতন পানির ট্যাংক নামে সরকারি পাহাড়ের পাদদেশের ভূমিতে সুবিধা বঞ্চিত শিশুদের জন্য তিন তলা একটি ভবন নির্মাণ করে জাগো ফাউন্ডেশন।
ফাউন্ডেশনের এডুকেশন প্রোগ্রামের বর্তমান সহকারী পরিচালক জিহাদ উজ জামান জানান, স্কুল জমিটির কাছে ভূমিটি ভাড়া দেন তৎকালীন কাউন্সিলর আবুল ফজল কবির আহমেদ। এ নিয়ে জাগো ফাউন্ডেশন এবং কাউন্সিলর আবুল ফজল কবির আহমেদের মধ্যে চুক্তি হয়। যেখানে আবুল ফজল কবির আহমেদকে এককালীন ভাড়া বাবদ ২৮ লাখ ১১ হাজার টাকা পরিশোধ করা হয়।
সরকারি ভূমির মালিক সেজে ঐ টাকা গ্রহণ করেন আবুল ফজল কবির আহমেদ। তার স্ত্রী তাহেরা কবির দ্বিতল ভবনের মালিক সেজে বাকি টাকা অর্থাৎ নয় লাখ ৫৪ হাজার টাকা গ্রহণ করেন।