ঢাকা বুধবার, ৭ই মে ২০২৫, ২৫শে বৈশাখ ১৪৩২

ভিডিও কলে প্রেমিকাকে রেখে জীবন দিলেন কলেজছাত্র


১০ জুলাই ২০২৪ ০৯:২০

ছবি: সংগৃহীত

খুলনার কয়রায় প্রেমিকাকে ভিডিও কলে রেখে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন আসাদুল ইসলাম নামে এক কলেজছাত্র। 

 

মঙ্গলবার (৯ জুলাই) ভোরে খুলনার কয়রা উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের খোড়লকাটি গ্রামে এ ঘটনা ঘটে। মৃত আসাদুল ইসলাম ওই গ্রামের নজরুল ইসলামের ছেলে। তিনি কয়রার খান সাহেব কোমর উদ্দীন ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন।

 

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোরে তার ভাবি মোবাইলের সমস্যা সমাধানের জন্য আসাদুলকে খুঁজতে থাকেন। একপর্যায়ে পাশে একটি পরিত্যক্ত ঘরের জানালা দিয়ে তাকে ঝুলতে দেখেন তিনি। পরে প্রতিবেশীদের সহযোগিতায় দরজা ভেঙে গলায় ফাঁস দেওয়া অবস্থায় আসাদুলকে উদ্ধার করা হয়। এ সময় মরদেহের পাশ থেকে একটি মোবাইল উদ্ধার করা হয়। পরে জানা গেছে, প্রেমিকার সঙ্গে মনোমালিন্যের কারণে ভিডিও কলে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন আসাদুল।

 

আসাদুলের বন্ধুরা জানান, কয়েক মাস আগে রংপুরের একটি মেয়ের সঙ্গে আসাদুলের ফেসবুকে পরিচয় হয়। সেখান থেকেই ঘনিষ্ঠতা। প্রতিদিনই দীর্ঘসময় তারা ফোনে কথা, চ্যাট ও ভিডিও কলে কথা বলতো। মাঝে মাঝে তাদের মধ্যে মনোমালিন্য হতো। আসাদুল একটু বেশি আবেগী ছিল। প্রেমিকার সঙ্গে অভিমান করে সে আত্মহত্যা করতে পারে।

 

কয়রা থানার ওসি (তদন্ত) টিপু সুলতান বলেন, ভিডিও কলে কথা বলার সময় যুবক গলায় ফাঁস দিয়েছেন বলে জেনেছি। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।