এক কোটি ৯ লাখ টাকার সোনার বারসহ যুবক গ্রেফতার

যশোরের বেনাপোলের দৌলতপুর সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে ৯ সোনার বারসহ মনোয়ার হোসেন নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ১ কেজি ৬৮ গ্রাম ওজনের ৯টি সোনার বার উদ্ধার করে বিজিবি সদস্যরা।
মঙ্গলবার সকাল ৯টার দিকে সীমান্তের ধগলীর মাঠ থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মনোয়ার হোসেন বেনাপোল পোর্ট থানার দৌলতপুর গ্রামের বাসিন্দা।
বিজিবি জানায়, মঙ্গলবার সকালে দৌলতপুর সীমান্ত দিয়ে সোনার একটি বড় চালান ভারতে পাচার হবে এমন সংবাদের ভিত্তিতে ২১ বিজিবির একটি দল সীমান্তের ধগলীর মাঠ নামক স্থানে গোপনে অবস্থান করে। এ সময় মনোয়ার হোসেন ব্যাগ হাতে নিয়ে সীমান্তের দিকে আসলে তার ব্যাগ তল্লাশি করে ৯টি সোনার বারসহ তাকে গ্রেফতার করা হয়।
উদ্ধার করা সোনার ওজন ১ কেজি ৬৮ গ্রাম। যার বাজার মূল্য প্রায় ১ কোটি ৯ লাখ টাকা বলে জানায় বিজিবি।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খুরশিদ আনোয়ার জানান, আটক পাচারকারীর বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোর্পদ করা হয়েছে এবং উদ্ধার করা সোনার বারগুলো যশোর সরকারি ট্রেজারি শাখায় জমা দেওয়া হয়েছে।