ঢাকা বুধবার, ৭ই মে ২০২৫, ২৫শে বৈশাখ ১৪৩২

মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে নিহত ১, আহত ২


৮ জুলাই ২০২৪ ১৬:২১

ছবি: সংগৃহীত

নাফনদীর মাঝখানে মিয়ানমার সীমানায় লালদ্বীপের চর নামক স্থানে কাঁকড়া শিকার করতে গিয়ে মাইন বিস্ফোরণে মো. জুবায়ের (১৯) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় আরো দুইজন আহত হন।

 

এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) তপন কুমার বিশ্বাস। 

 

রোববার দুপুরে মিয়ানমার সীমানার লালদ্বীপের চর নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত জুবায়ের হ্নীলা ইউনিয়নের দমদমিয়া এলাকার আব্দুল হামিদের ছেলে।

 

মাইন বিস্ফোরণে আহতরা হলেন- হ্নীলা ইউনিয়নের দমদমিয়া এলাকার কামালের ছেলে শাহ আলম ও জাদিমুড়া এলাকার মেস্তরির ছেলে শুক্কুর। 

 

স্থানীয়রা জানান, রোববার দুপুরে নাফনদীতে তারা কাঁকড়া শিকার করার জন্য যান। একইদিন বিকেলে নাফনদীর মাঝামাঝি মিয়ানমার সীমান্তে লালদ্বীপে দিকে মাইন বিস্ফোরণে জোবায়েরর ডান পায়ের হাঁটুর নিচ থেকে পায়ের পাতা পর্যন্ত  উড়ে যায়। বাম পায়ের কিছু জায়গায় ক্ষত সৃষ্টি হয়। তার সঙ্গে থাকা শাহ আলম ও শুক্কুর আহত হন। শাহ আলম ও শুক্কুর দ্রুত গ্রামে এলে আত্মীয়-স্বজন তাদেরকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান। তাদের সঙ্গে থাকা জুবায়ের না ফেরায় তার ভাই মোহাম্মদ আয়াজ ঘটনাস্থলে গিয়ে জুবায়েরকে আহত অবস্থায় উদ্ধার করে বাড়িতে নিয়ে আসার পর তিনি মারা যান। 

 

টেকনাফ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) তপন কুমার বিশ্বাস বলেন, খোঁজ-খবর নেয়া হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দাফন করা হবে।