ঢাকা বুধবার, ৭ই মে ২০২৫, ২৫শে বৈশাখ ১৪৩২

ডাক্তার দেখিয়ে ফেরা হলো না অন্তঃসত্ত্বা মিতুর


৭ জুলাই ২০২৪ ০৯:২৫

ছবি: সংগৃহীত

হবিগঞ্জ থেকে ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরার পথে ঢাকা-সিলেট সড়কের সুতাং এলাকায় অটোরিকশা ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে মিতু আক্তার নামে এক অন্তঃসত্ত্বা নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন শিশুসহ আরো চারজন।

 

শনিবার (৬ জুলাই) রাত ১০টার দিকে ঢাকা-সিলেট সড়কের সুতাং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

স্বজনরা জানান, বিকেলে হবিগঞ্জে ডাক্তার দেখিয়ে অটোরিকশায় বাড়ি ফিরছিলেন মিতু আক্তার। পথে শায়েস্তাগঞ্জ উপজেলার সুতাং এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে  অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান মিতু আক্তার। এ সময় নিহতের সন্তানসহ আরো চারজন আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠান। এরপর গুরুতর আহত ৩ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

 

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি তৈমুর ইসলাম জানান, দুর্ঘটনায় এক নারী নিহত হয়েছেন। দুর্ঘটনার পরপরই অটোরিকশা এবং পিকআপটি আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।