ঢাকা শুক্রবার, ৩১শে অক্টোবর ২০২৫, ১৭ই কার্তিক ১৪৩২

স্কুল থেকে দেওয়া খিচুড়িতে পাওয়া গেল মরা সাপ!


৪ জুলাই ২০২৪ ১৫:৫৩

ছবি: সংগৃহীত

স্কুল থেকে শিশুদের জন্য দেওয়া খিচুড়িতে মরা সাপ পাওয়ার অভিযোগ উঠেছে। গত সোমবার এমন ঘটনা ঘটেছে ভারতের মহারাষ্ট্রের সাংলি জেলার সরকার পরিচালিত একটি নার্সারি স্কুলে। 

 

ভারতে এই প্রকল্পটি অঙ্গনওয়াড়ি নামে পরিচিত। এ নিয়ে প্রকল্পটির ওয়ার্কার্স ইউনিয়নের ভাইস প্রেসিডেন্ট আনন্দী ভোসলে বলেন, গত সোমবার পালুস শহরে স্কুলে শিশুদের দেওয়া খিচুড়ির প্যাকেটে একটি ছোট মরা সাপ পাওয়া যায়। এক অভিভাবক এ নিয়ে অভিযোগ করেছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। 

সাংলি জেলা পরিষদের কর্মকর্তা সন্দীপ যাদব এবং খাদ্য নিরাপত্তা কমিটির কর্মকর্তারাও ওই স্কুলটি পরিদর্শন করেছেন। সেইসঙ্গে প্যাকেটটি ল্যাব পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়েছে।