জুয়ায় ধরা খেয়ে পদ হারালেন দুই আওয়ামী লীগ নেতা
-2024-07-04-13-55-11.jpg) 
                                চট্টগ্রামে জুয়ার আসর থেকে গ্রেফতার লালখান বাজার ওয়ার্ড আওয়ামী লীগের দুই নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বুধবার সন্ধ্যায় ওয়ার্ড আওয়ামী লীগের কার্যকরী কমিটির এক জরুরি সভায় তাদের বহিষ্কারের সিদ্ধান্ত হয়।
বহিষ্কৃত দুজন হলেন- লালখান বাজার ওয়ার্ড আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মিজানুর রহমান ও ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য বিশ্বজিৎ চৌধুরী।
দলীয় পরিচয় ব্যবহার করে নগরের খুলশী থানা এলাকায় জুয়ার ক্লাব পরিচালনার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। মঙ্গলবার ঐ ক্লাবে অভিযান চালিয়ে দুই আওয়ামী লীগ নেতাসহ ৩২ জনকে আটক করে খুলশী থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে নগদ টাকা ও জুয়া খেলার সরঞ্জাম উদ্ধার করা হয়।
বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিদারুল আলম মাসুম বলেন, আওয়ামী লীগের পরিচয় ব্যবহার করে এবং আওয়ামী লীগের সাংগঠনিক পদে থেকে সমাজবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকায় দুজনকে বহিষ্কার করা হয়েছে। পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত তারা কোনো সাংগঠনিক পরিচয় দিতে পারবেন না। আওয়ামী লীগের সম্মেলনেও অংশ নিতে পারবেন না।

 
                 
                                                    -2019-06-05-12-27-15.jpg) 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                         
                                                         
                                                         
                                                         
                                                         
                                                         
                                                        -2024-09-02-09-55-40.jpg) 
                                                         
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                            