ঢাকা মঙ্গলবার, ৬ই মে ২০২৫, ২৪শে বৈশাখ ১৪৩২

দক্ষিণ কোরিয়ার গাড়িচাপায় ৯ পথচারী নিহত


২ জুলাই ২০২৪ ১২:০৮

ছবি: সংগৃহীত

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে একটি ট্রাফিক সংকেতস্থলে পথচারীদের গাড়িচাপায় ৯ পথচারী নিহত হয়েছেন।

স্থানীয় সময় সোমবার (১ জুলাই) রাতে এ ঘটনা ঘটে। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে জানিয়েছে পুলিশ।

 

স্থানীয় পুলিশ জানায়, হঠাৎ একটি গাড়ি পথচারীদের চাপা দেয়। গাড়িটি ৬৮ বছর বয়সী এক ব্যক্তি চালাচ্ছিলেন। তাকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এদিকে আহতদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

আরও জানা গেছে, গাড়িটি আগে থেকেই ভুল পথে আসছিল। তখন পুলিশ তা থামাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ উঠেছে।

পুলিশ বলছে, আটক ব্যক্তিকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনার কারণ অনুসন্ধানের চেষ্টা চলছে। এটি শুধু দুর্ঘটনা না কি কোনো উদ্দেশ্যে হামলা হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।