ঢাকা সোমবার, ১১ই আগস্ট ২০২৫, ২৮শে শ্রাবণ ১৪৩২

শাহজালালে যাত্রীর জুতা ও প্যান্টের পকেটে মিলল প্রায় ৭ কোটি টাকার স্বর্ণ


২৯ ডিসেম্বর ২০২৩ ১১:৩৭

সংগৃহিত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৬ কোটি ৮০ লাখ টাকার ৭ কেজি ৭৭২ গ্রাম স্বর্ণসহ একজনকে আটক করেছে শুল্ক কর্তৃপক্ষের প্রিভেনটিভ টিম। আটকৃত ব্যক্তির নাম রাইহান হোসেন। তার বাড়ি রাজধানীর গুলশানে।

কাস্টমস কর্তৃপক্ষের সহকারী রাজস্ব কর্মকর্তা মাজেদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বর্তমান সময়ে চোরাচালানী প্রতিরোধে কমিশনার মহোদয়ের কঠোর নির্দেশনা রয়েছে। এরই ধারাবাহিকতায় আমরা বিমানবন্দরে নজরদারী চালিয়ে আসছি। বৃহস্পতিবার দিবাগত রাতে ওই যাত্রী ইউএস বাংলার ফ্লাইট দিয়ে ব্যাংকক থেকে ঢাকা আসেন। বিমানবন্দরে নামার পর গোপন সংবাদের ভিত্তিতে তার ওপর নজরদারী করি। ইমিগ্রেশন শেষ করে কাস্টম চ্যানেলে আসলে তাকে তল্লাশি করা হয়। এক পর্যায়ে তার জুতা ও প্যান্টের সামনে পিছনের পকেট থেকে মোট ৬৭ পিস স্বর্নের বার জব্দ করা হয়।
তিনি আরও জানান, ওই যাত্রীর জুতার মধ্যে থেকে ২৭ পিস, প্যান্টের সামনের বাম পকেটে ১০ পিস, ডান পকেটে ১০ পিস, পেছনের বাম পকেটে ১০ পিস ও ডান পকেটে ১০ পিস স্বর্ণের বার পাওয়া যায়।

এ ঘটনায় বিমানবন্দর থানায় মামলা দায়ের করা হয়েছে।