ঢাকা মঙ্গলবার, ৬ই মে ২০২৫, ২৪শে বৈশাখ ১৪৩২

শাহআমানতে কোটি টাকার স্বর্ণ জব্দ


১৪ ডিসেম্বর ২০২৩ ১৫:০৩

সংগৃহিত

চট্রগ্রামের শাহআমানত বিমানবন্দেরে কোটি টাকার স্বর্ণ জব্দ করেছে শুল্ক গোয়েন্দা। একই সঙ্গে যাত্রীকে আটক করা হয়। ওই যাত্রীর নাম শহিদুল ইসলাম। তার বাড়ি কক্সবাজারের চকরিয়ায়।

শুল্ক গোয়েন্দা বিভাগের অতিরিক্ত মহাপরিচালক মিনহাজ উদ্দিন এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দুবাই হতে আগত সকালে বাংলাদেশ বিমানের ফ্লাইট নং-BG148 এ রামেজিং করার সময় ওই যাত্রীর নিকট ৭ পিস স্বর্নের বার পাওয়া যায়। যার পরিমান ৯১২ গ্রাম।

তিনি বলেন, জব্দকৃত স্বর্নের মূল্য প্রায় ১ কোটি টাকা। আটক শহিদুলের বিরুদ্ধে ফৌজদারী মামলাও দায়ের করা হয়েছে।