আদালত থেকে পলাতক দুই জঙ্গিকে গ্রেফতার অভিযানে কাউন্টার টেরোরিজম
আদালত চত্ত্বর হতে দুই জঙ্গী ছিনতাইয়ের মূল সমন্বয়ক জেল পলাতক জঙ্গী সোহেলের স্ত্রী শিখা ও তার আশ্রয়দাতা নারায়ণগঞ্জ হতে গ্রেফতার করা হয়েছে। তাদের নিয়ে পলাতক জঙ্গী গ্রেফতারে অভিযান চালাচ্ছে সিটিটিসি, ডিএমপি।
ডিএমপি মিডিয়া সেন্টার থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রসঙ্গত, গত বছরের ২০ নভেম্বর দুপুরে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণ থেকে পুলিশকে মারধর করে তাদের চোখে-মুখে পিপার স্প্রে করে প্রকাশক দীপন হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি সুনামগঞ্জের ছাতকের মইনুল হাসান শামীম ও লালমনিরহাটের আদিতমারীর আবু ছিদ্দিক সোহেলকে ছিনতাই করে নিয়ে যায় তাদের সহযোগী জঙ্গিরা। এ ঘটনায় দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পলাতক দুই জঙ্গিকে ধরিয়ে দিলে ১০ লাখ করে ২০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে পুলিশ। সারাদেশে সর্বোচ্চ সতর্কাবস্থা জারি করা হয়। দুই জঙ্গিকে ছিনিয়ে নেয়ার ঘটনায় কোতোয়ালি থানায় একটি মামলা করে পুলিশ।