ঢাকা মঙ্গলবার, ৬ই মে ২০২৫, ২৩শে বৈশাখ ১৪৩২

অফিস ভাড়া নিয়ে উল্টো দখলের চেষ্টা প্রতারক রাজিয়া সুলতানার শাস্তি দাবি


১১ মার্চ ২০২৩ ২৩:১৫

সংগৃহিত

রাজধানীর মালিবাগে সিকান্দার ওভারসীজের মালিক রাজিয়া সুলতানার বিরুদ্ধে অফিস ভাড়া নিয়ে প্রতারণার অভিযোগ উঠেছে। তিনি অফিস ভাড়া দেওয়ার বদলে উল্টো দখলের চেষ্টা করছেন। এছাড়া জনশক্তি রপ্তানীর নামে প্রতারণায় জড়িয়ে পড়ায় অন্য ব্যবসায়ীরা পড়েছেন চরম বিপাকে। এ অবস্থায় রাজিয়া সুলতানার এহেন কর্মকান্ড তদন্ত করে তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন ভুক্তভোগী ফেইথ প্রপার্টিজের পরিচালক নাজনীন হাসান।

শনিবার (১১ মার্চ) বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন (ক্র্যাব) মিলনায়তনে আযোজিত সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান। লিখিত বক্তব্যে তিনি বলেন, মালিবাগের ৪৭৬/এ ডিআইটি রোডের ৫ম তলায় মেসার্স সিকান্দার ওভারসিজ নামে প্রতিষ্ঠানটির কর্নধার রাজিয়া সুলতানা ব্যবসা পরিচালনার জন্য ফ্লাট ভাড়া নেন। ভাড়া নেয়ার পর থেকেই ভাড়া না দিয়ে নানা ধরনের তালবাহানা করতে থাকেন। এক পর্যায়ে পুরো ফ্ল্যাটই দখলের চেষ্টা করছেন তিনি। এ বিষয়ে হাতিরঝিল থানায় থানায় জিডি করা হয়েছে। এছাড়া জনশক্তি রপ্তানি ব্যুরোতে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। সেই অভিযোগের পর জনশক্তি রপ্তানি ব্যুরো সকল বিষয় পর্যালোচনা করে ফ্ল্যাট ছাড়ার নোটিশ দেয়। জনশক্তি রপ্তানি ব্যুরোর পরিসংখ্যান কর্মকর্তা দোলন চন্দ্র বৈষ্ণব স্বাক্ষরিত চিঠিতে এক মাসের সময় দিয়ে রাজিয়া সুলতানাকে ফ্ল্যাট ছাড়ার নোটিশ প্রদান করার একমাস পার হলেও ফ্ল্যাট ছাড়ছেন না রাজিয়া সুলতানা। তিনি জনশক্তি রপ্তানির নামে প্রতারণা ব্যবসায় জড়িয়ে পড়েছেন। তার এসব অপকর্মে অন্য জনশক্তি রপ্তানিকারকরা বিপাকে পড়ছেন। এই নারীর কারণে অন্য বায়সায়ীদের ক্ষতি হচ্ছে। জনশক্তি রপ্তানির নামে প্রতারণা করায় হাজারো গ্রাহক প্রায় প্রতিদিন ধরনা দিচ্ছেন তার অফিসে।

নাজনীন হাসান আরো বলেন, শুধু মালিবাগ নয় রাজধানীর বিভিন্ন প্রান্তে এভাবে অফিস ভাড়া নিয়ে ওই নারী মানুষের সঙ্গে প্রতারণা করে আসছেন। জনশক্তি রপ্তানিকারকরা এই নারীর রিক্রুটিং লাইসেন্স বাতিল করে অন্য ব্যবসায়ীদের ব্যবসা করার সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন। এছাড়া তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন জনশক্তি রপ্তানিকারকরা। এ অবস্থায় জনশক্তি রপ্তানির নামে প্রতারণাকারি এই নারীর দৃষ্টানব্তমূলক শাস্তি দাবি করেছেন নাজনীন হাসান।