ঢাকা সোমবার, ৫ই মে ২০২৫, ২৩শে বৈশাখ ১৪৩২

ভুয়া কাগজপত্র দেখিয়ে আমেরিকার ভিসার আবেদন, গ্রেফতার ৭


১১ ফেব্রুয়ারি ২০২৩ ০১:০৬

ভুয়া কাগজপত্র দেখিয়ে আমেরিকার ভিসা পাওয়ার আবেদন বাড়ছেই। এতে উদ্বেগ জানিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। গত একমাসে এনিয়ে দু’টি মামলাও করেছেন দূতাবাস কর্মকর্তারা। সবশেষ সেনাবাহিনীর সামরিক সরঞ্জাম কেনার ভুয়া টেন্ডার দেখিয়ে আমেরিকা যাওয়ার চেষ্টা করছিল একটি চক্র। এর সাথে জড়িত ৭ জনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

চক্রের প্রধান রেজাউল ইসলাম নামের ওই ব্যক্তির ছদ্মনাম সবুজ আলম। নিজেকে সারা ইন্টারন্যাশনাল ট্রাভেল এজেন্সির মালিক পরিচয় দিতেন। আমেরিকায় লোক পাঠানোর কথা বলে সবার কাছ থেকে ১৫-২০ লাখ টাকা করে নেন। এরপর শুরু হয় রেজাউলের ভয়াবহ প্রতারণা।