নেত্রকোণায় ডিবির অভিযানে ১০ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

নেত্রকোণা জেলায় মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযানের ধারাবাহিকতায় ডিবির অভিযানে ১০ কেজি গাঁজা সহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
নেত্রকোনা জেলার পুলিশ সুপার মোঃ ফয়েজ আহমেদের নির্দেশনায় ওসি ডিবি পূর্ব সাইদুর রহমানের তত্ত্বাবধানে এস আই মোঃ তাহের উদ্দিন খানের নেতৃত্বে একটি টিম নেত্রকোনা মডেল থানাধীন মদনপুর ইউনিয়নে বায়রা উড়া গ্রামে অভিযান পরিচালনা করে কুখ্যাত মাদক ব্যবসায়ী মোঃ ইব্রাহিম ওরফে রানাকে গ্রেফতার করে।