ঢাকা সোমবার, ৫ই মে ২০২৫, ২৩শে বৈশাখ ১৪৩২

পাবনায় ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা


১২ ডিসেম্বর ২০২০ ০৪:৩৩

ফাইল ছবি

পাবনা সদর উপজেলার দোগাছী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মেম্বর ও ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বকুল শেখকে (৩৫) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (১১ ডিসেম্বর) সন্ধ্যার পরে অনন্ত মোড়ে এ ঘটনা ঘটে। বকুল পাবনা সদরের অনন্ত মোড় এলাকার মো. দুলাল শেখের ছেলে।

জানা যায়, সন্ধ্যায় দুর্বৃত্তরা কুপিয়ে ফেলে গেলে রক্তাক্ত অবস্থায় এলাকাবাসী বকুল মেম্বারকে উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

এ বিষয়ে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাসিম আহম্মেদের সাথে মুঠোফোনে জানতে চাইলে তিনি জানান, এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে অনন্ত মোড় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।