সিরাজগঞ্জের শাহজাদপুরে জঙ্গি আস্তানায় অভিযান চালাচ্ছে র্যাব

সিরাজগঞ্জের শাহজাদপুরে জঙ্গি আস্তানায় অভিযান চালাচ্ছে র্যাব। গতরাত থেকে এ অভিযান শুরু হয়েছে।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কর্ণেল আশিক বিল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, র্যাব ১২ এর একটি দল রাজশাহী থেকে ৪ জঙ্গিকে আটক করে। তাদের দেয়া তথ্য মতে শাহজাদপুরের একটি বাসায় জঙ্গি আস্তানার তথ্য পাওয়া যায়। এ বাসায় অভিযান চালাতে গেলে ভেতর থেকে জঙ্গিরা র্যাব সদস্যদের গুলি করে।পরে র্যাব পুরো বাসা ঘিরে ফেলে।
তিনি বলেন, ধারনা করছি একাধিক জঙ্গিরা সশস্ত্র অবস্থায় সেখানে অবস্থান করছে। আমরা জঙ্গিমুক্ত অভিযান পরিচালনা করছি।