ঢাকা সোমবার, ৫ই মে ২০২৫, ২২শে বৈশাখ ১৪৩২

মৃত নারী ধর্ষনকারী যুবক সিআইডির হাতে আটক


২০ নভেম্বর ২০২০ ০৭:০৪

সংগৃহিত

রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে ২/৩ বছর ধরে ময়নাতদন্ত করতে আসা মৃত নারীদের ধর্ষণ করার অভিযোগে মুন্না (২০) নামের এক যুবককে আটক করেছে সিআইডি। পুরো নাম মুন্না ভগত। হাসপাতালের মর্গে ডোম জতন কুমার লালের সহযোগী হিসেবে কাজ করতো।

তার বাড়ি রাজবাড়ীর গোয়ালন্দ বাজারে। সে মর্গের পাশের একটি রুমে থাকতো।

সিআইডির মিডিয়া সেল এ তথ্য নিশ্চিত করেছে। শুক্রবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

সিআইডি কর্মকর্তারা জানান, বিভিন্ন স্থান থেকে যেসব লাশ ময়নাতদন্তের জন্য মর্গে নেওয়া হতো, সেসব লাশের মধ্য থেকে মৃত নারীদের ধর্ষণ করতো মুন্না। এরকম একটি অভিযোগ পেয়ে মুন্নার বিষয়ে অনুসন্ধান শুরু করে সিআইডি। প্রাথমিক অনুসন্ধানে ঘটনার সত্যতা পাওয়ায় মুন্নাকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মুন্না মৃত নারীদের ধর্ষণের কথা স্বীকারও করেছে।

সিআইডির এক কর্মকর্তা জানান, মৃত নারীদের ধর্ষণ করা পৃথিবীর জঘন্যতম একটি কাজ। সুস্থ ও স্বাভাবিক কেউ এমন জঘন্যতম কাজ করতে পারে না। গ্রেফতার হওয়া মুন্না বিকৃত মানসিকতার। তা না হলে এমন কাজ তার করার কথা নয়।