ঢাকা সোমবার, ৫ই মে ২০২৫, ২২শে বৈশাখ ১৪৩২

নারী নির্যাতন মামলায় বিজয়নগরের উপজেলা ছাত্রলীগ সভাপতি গ্রেপ্তার


৬ নভেম্বর ২০২০ ২১:০২

ছবি- সংগৃহিত

নারী নির্যাতনের মামলায় ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা ছাত্রলীগের সভাপতি এসএম মাহবুব হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। এর আগে মাহবুবের আপন বড় ভাইয়ের স্ত্রী তার বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ এনে মামলা দায়ের করেছিলেন।

শুক্রবার(৬ নভেম্বর) সকালে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের ভিটিদাউদপুর গ্রামের তার নিজ বাড়ি থেকে মাহবুবকে গ্রেফতার করে পুলিশ।

মামলার বাদী মাহবুবের ভাবী মোছাঃ রেহেনা আক্তার বলেন, আমার স্বামী জাকির হোসেন তার নিজের পছন্দে আমাকে বিয়ে করেন। কিন্তু তার পরিবারের লোকজন আমাকে মেনে নিতে পারেনি। আমার স্বামী একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হওয়ায় বিয়ের পর থেকে আমার উপর অকথ্য নির্যাতন শুরু হয়। আমাকে বাড়ি থেকে বের করে দিতে নির্যাতনের মাত্রা বাড়তে থাকায় পরে আদালতে তাদের বিরুদ্ধে মামলা করেছি। নির্যাতনে জড়িত মামলার আসামিরা হলেন, মাহবুব হোসেন, জাকির হোসেন, মোস্তফা হোসেন, নূরানী বেগম, শমলা খাতুন ও আইরিন আক্তার।

বিজয়নগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মাহবুব কে আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার পর প্রেক্ষিতে মাহবুবকে গ্রেফতার করা হয়েছে।