বসুন্ধারা আবাসিক এলাকায় দুই নির্মান শ্রমিকের মৃত্যু

রাজধানীর ভাটারা থানাধীন বসুন্ধরা আবসিক এলাকায় ১৩ তলা নির্মাণাধীন ভবনের ১০ তলা থেকে পরে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এরা হলেন আসাদুল(২৫) ও খাইরুল (২৬)। শুক্রবার সকালের দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় লোকজন জানান, ১৩ তলা ওই ভবনে কাজ করা অবস্থায় হটাৎ করেই তারা পড়ে যায়। মুমূর্ষ অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে কর্ব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।