ঢাকা শুক্রবার, ১০ই মে ২০২৪, ২৮শে বৈশাখ ১৪৩১

৫ হত্যাসহ ১৩ মামলার আসামি রামপুরার শীর্ষ সন্ত্রাসী ভাগনে তুষার গ্রেফতার


৯ সেপ্টেম্বর ২০২০ ১৮:২৩

ছবি সংগৃহীত

রাজধানীর রামপুরার শীর্ষ সন্ত্রাসী ৫টি হত্যাসহ ১৩টি মামলার অন্যতম আসামি ইব্রাহিম খান তুষার ওরফে ভাগিনা তুষারকে গ্রেফতার করেছে রামপুরা থানা পুলিশ।

মঙ্গলবার রাতে টিভি রোড তাকে গ্রেফতার করা হয়।

রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুস ফকির এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বেশ কিছুদিন থেকে টিভি রোডে ছিনতাই হয়ার ঘটনায় ওই এলাকায় বিশেষ নজরদারী করা হয়। জানতে পারা যায় কাইল্লা পলাশের ভাগনে অন্যতম শীর্ষ সন্ত্রাসী তুষার ওরফে ভাগনে তুষার এ ছিনতাইয়ের নেতৃত্ব দিয়ে আসছে। এমন খবরের ভিত্তিতে রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

তিনি আরও বলেন, ভাগনে তুষারের বিরুদ্ধে ৫টি হত্যাসহ অন্তত ১৩ টি মামলা রয়েছে। 

পুলিশের একটি সূত্র জানায়, ভাগিনা তুষার রামপুরাসহ রাজধানীর অন্যতম শীর্ষ সন্ত্রাসী পলাশ ওরফে কাইল্যা পলাশের আপন ভাগনে। তার পিতার নাম লিয়াকত আলী। কাইল্যা পলাশের নাম ভাঙ্গিয়ে এলাকায় হত্যা, চাঁদাবাজি, অস্ত্র ও মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধের সঙ্গে যুক্ত থাকার কারণে তার নামের আগে ভাগিনা বসে।

অনুসন্ধানে জানা গেছে, ভাগিনা তুষারের বিরুদ্ধে রামপুরা, খিলগাঁও এই দুই থানায় মোট ১৩টি মামলা রয়েছে। যার মধ্যে ৫টি হত্যা মামলা।