ঢাকা শনিবার, ১১ই মে ২০২৪, ২৯শে বৈশাখ ১৪৩১

সাফ ফুটবল দিয়ে শুরু বঙ্গবন্ধু স্যাটেলাইটের কার্যক্রম


৫ সেপ্টেম্বর ২০১৮ ১৫:৩২

 প্রথমবারের মতো পরীক্ষামূলক কার্যক্রমে সাফল্য পেয়েছেন বাংলাদেশের প্রথম কৃত্রিম উপগ্রহ বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ । মঙ্গলবার (০৪ সেপ্টেম্বর) সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ) চ্যাম্পিয়নশিপের সম্প্রচারের মাধ্যমে পুরেপুরি সফল হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

৭ দেশের অংশগ্রহণে সাফ চ্যাম্পিয়নশিপ বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে বাংলাদেশ টেলিভিশন( বিটিভি) গতকাল বিকেলে সরাসরি সম্প্রচার করে। বিটিভির সম্প্রচারের সময় বাংলাদেশ টেলিভিশনের কারিগরি সহায়তায় বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এ পরীক্ষামূলক সম্প্রচার কথাটি লেখা ছিল।

বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের (বিসিএসসিএল) চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ বলেন, বঙ্গবন্ধু স্যাটেলাইটের পরীক্ষামূলক কার্যক্রম হলেও আমরা সম্পূর্ন সফল হয়েছি।

তিনি আরো বলেন, বিভিন্ন বেসরকারি টিভি চ্যানেল আমাদের সিগন্যাল রিসিভ করেছে এবং ভালো সিগন্যাল পেয়েছে। বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর মাধ্যমে সম্প্রচারিত সাফ ফুটবলের খেলা বিকালে দর্শকরা দেখতে পেয়েছেন।

বিসিএসসিএল এর চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ আরো বলেন, অক্টোবরের মাঝামাঝিতে পূর্ণাঙ্গ বাণিজ্যিক কার্যক্রম শুরু করতে পারবো। বাংলাদেশ বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণের মাধ্যমে বিশ্বের ৫৭তম দেশ হিসেবে স্যাটেলাইট যুগে প্রবেশ করে। এটি গত ১২ মে মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা উৎক্ষেপণ করা হয়।

স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণের পর গ্রাউন্ড স্টেশন থেকে সংকেত আদান-প্রদান হচ্ছে ।

বঙ্গবন্ধু স্যাটেলাইটে ৪০টি ট্রান্সপন্ডার থাকবে। এর ২০টি বাংলাদেশের ব্যবহারের জন্য এবং বাকিগুলো ভাড়া দেওয়া হবে। সরকার আশা করছে, বর্তমানে বিদেশি স্যাটেলাইটের ভাড়া বাবদ যে ১৪ মিলিয়ন ডলার ব্যয় সাশ্রয় হবে।

এসএমএন