ঢাকা মঙ্গলবার, ১৯শে আগস্ট ২০২৫, ৫ই ভাদ্র ১৪৩২

ওয়াইফাই লাইন ঠিক করতে গিয়ে যুবকের করুণ মৃত্যু


৩০ জুন ২০২৪ ১৬:৫০

ছবি: সংগৃহীত

নড়াইলের লোহাগড়ায় বিদ্যুৎস্পৃষ্টে আকিদুল ইসলাম মোল্যা (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের তালুকপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

 

মৃত আকিদুল ইসলাম লাহুড়িয়া ডহরপাড়া গ্রামের মো. ভুলু মোল্যার ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলার লাহুড়িয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. সেলিম উদ্দিন।

 

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, ওই দিন বিকেলে তালুকপাড়া গ্রামে বৈদ্যুতিক খুঁটিতে ওয়াইফাই লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পিলার থেকে পড়ে গুরুতর আহত হন আকিদুল। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।