ঢাকা মঙ্গলবার, ৩রা ডিসেম্বর ২০২৪, ১৯শে অগ্রহায়ণ ১৪৩১

স্মার্ট নাগরিক তৈরিতে সরকার কাজ করছে : পলক


২২ জানুয়ারী ২০২৪ ১৩:১১

সংগৃহিত

সরকার স্মার্ট নাগরিক তৈরিতে তিনটি খাতকে অগ্রাধিকার দিচ্ছে বলে জানিয়েছেন ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

সোমবার (২২ জানুয়ারি) সকালে গাজীপুরের টঙ্গীতে অবস্থিত টেলিফোন শিল্প সংস্থা (টেসিস) পরিদর্শন করে এসব কথা বলেন তিনি।

এ সময় তিনি বলেন, ‘ভীষণ ২০৪১-এর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় মূল স্তম্ভ ঘোষণা করেছেন। এগুলো হলো স্মার্ট নাগরিক তৈরি করা, অর্থনীতি, সরকার ও স্মার্ট সমাজব্যবস্থা গড়ে তোলা। সে লক্ষ্যে রপ্তানি আয় বৃদ্ধি ও বিনিয়োগ বৃদ্ধিসহ তিনটি খাতকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। গত ১৪ বছরে আমরা ২০ লাখ তরুণ-তরুণীর কর্মসংস্থান সৃষ্টি করেছি। ১৩ কোটি মানুষকে ইন্টারনেটে যুক্ত করতে সক্ষম হয়েছি।’

এর আগে তিনি প্রতিষ্ঠানটির ডিজিটাল প্রযুক্তি পণ্যের উৎপাদন প্লান্ট পরিদর্শন করেন। পরে প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। এ সময় তথ্যপ্রযুক্তি ও যোগাযোগ খাতের সেবার মান আরও বাড়াতে এবং টেলিফোন শিল্প সংস্থাকে আরও এগিয়ে নিতে নানা পরামর্শ ও নির্দেশনা দেন।