ঢাকা মঙ্গলবার, ১২ই আগস্ট ২০২৫, ২৮শে শ্রাবণ ১৪৩২


শার্শায় বাল্য বিবাহ রোধে আলোচনা সভা ও মানববন্ধন


১০ অক্টোবর ২০১৮ ০৭:০৮

‘থাকলে কণ্যা সুরক্ষিত, দেশ হবে আলোকিত’ এই শ্লোগানকে সামনে নিয়ে যশোরের শার্শায় জাতীয় কণ্যা শিশু দিবস উপলক্ষে র‌্যালি, কিশোর সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ অক্টোবর) সকালে উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে দিবসটি পালন করা হয়।

এ উপলক্ষে উপজেলা পরিষদের নতুন হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার পুলক কুমার মন্ডল।

এই দিন সকাল ১১ টায় উপজেলা পরিষদের সামনে বাল্য বিবাহ নিরোধ দিবস উপলক্ষে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, এনজিও প্রতিনিধি, মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন স্কুল -কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

এমএ