ঢাকা মঙ্গলবার, ১২ই আগস্ট ২০২৫, ২৮শে শ্রাবণ ১৪৩২


বিক্রমপুর টঙ্গীবাড়ী প্রেসক্লাবের কমিটি গঠন


১৯ জানুয়ারী ২০২০ ০৬:০১

সংগৃহিত

বিক্রমপর টঙ্গীবাড়ী প্রেসক্লাবের দ্বীবার্ষিক কমিটি গঠন করা হয়েছে। এতে ব.ম শামীমকে সম্পাদক সাপ্তাহিক বিক্রমপুর চিত্র সভাপতি এবং দৈনিক ভোরের পাতা পত্রিকার টঙ্গীবাড়ী প্রতিনিধি সুমন খানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

কমিটির বাকি সদস্যরা হলো সহ-সভাপতি নবারুণ দাসগুপ্ত দৈনিক আলোকিত বাংলাদেশ, এম আর মিলন খান বাংলাদেশ পরিক্রমা, আমির হোসেন দৈনিক মাতৃভাষা, যুগ্ন সম্পাদক রনি সেখ দৈনিক ইনকিলাব, কোষাধক্ষ আপন সর্দার দূর্জয় বাংলা, সাংগঠনিক সম্পাদক শেখ রাসেল ফখরুদ্দিন বাংলার বর্নমালা, দপ্তর সম্পাদক সিহাদ দেওয়ান মুক্ত খবর, কার্যকরী সদস্যরা হলো, খান আবু বকর সিদ্দিক নিউ নেশন, মুজাফ্ফর হোসেন মানবকন্ঠ, আব্দুস সালাম নিখুত খবর, মিজান সর্দার আজকের বিণোদন, রুহুল আমিন সৈয়াল নিখুত সংবাদ, রিয়াদ হোসাইন দৈনিক অধিকার, বাবু হালদার দৈনিক বাংলা, রাসেল খান বার্তা প্রবাহ, সোহেল টিটু আলোকিত সকাল, হুমায়ূন কবির বাংলাদেশ পরিক্রমা প্রমূখ।