ঢাকা মঙ্গলবার, ১২ই আগস্ট ২০২৫, ২৮শে শ্রাবণ ১৪৩২


ব্রিটিশ রাজপ্রাসাদে চোর


১৬ জুলাই ২০১৯ ২০:৪৮

ছবি সংগৃহিত

ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের সরকারি বাসভবন বাকিংহাম প্যালেস বেয়ে ভবনের ভেতরে প্রবেশের চেষ্টা করেন এক ব্যক্তি। সে সময় রানি ঘুমাচ্ছিলেন। খবর পেয়ে ছুটে আসে লন্ডন মেট্রোপলিটন পুলিশ। রাজপ্রাসাদে ঢোকার চেষ্টাকারী ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

বাকিংহাম প্যালেসের সম্মুখ দরজা দিয়ে ওই ব্যক্তি ভবনের দেয়াল বেয়ে ওঠার চেষ্টা করছিলেন। ঘটনাটি ঘটে গত বৃহস্পতিবার। লন্ডন মেট্রোপলিটন পুলিশও ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।

লন্ডন মেট্রোপলিটন পুলিশকে উদ্ধৃত করে বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে, ব্রিটিশ রাজপ্রাসাদে অবৈধভাবে ঢোকার চেষ্টা করা ওই ব্যক্তির বয়স ২২ বছর। রাজকীয় কর্মকর্তারা বলছেন, বুধবার আনুমানিক রাত ২টার দিকে গ্রেফতার ওই ব্যক্তি অনুপ্রবেশের চেষ্টা করে।

বাকিংহাম প্যালেসের এক মুখপাত্র জানিয়েছেন, যখন এ ঘটনাটি ঘটে তখন রানি ভেতরেই ছিলেন। তিনি ঘুমাচ্ছিলেন। অনুপ্রবেশকারী ওই ব্যক্তির কাছে কোনো অস্ত্র ছিল না। ঘটনাটি সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে বিবেচনা করা হচ্ছে না।