ঢাকা মঙ্গলবার, ১২ই আগস্ট ২০২৫, ২৮শে শ্রাবণ ১৪৩২


বড় ধাক্কা খেল শ্রীলঙ্কা


১৪ সেপ্টেম্বর ২০১৮ ১৬:৩১

হাতে নেই একদিনও, বাকি আছে কয়েক ঘণ্টা। দুবাইতে পর্দা উঠছে এশিয়া কাপের ১৪ তম আসরের। সবাই যখন শেষ মুহুর্তের প্রস্তুতিতে ব্যস্ত, তখনই লঙ্কান শিবিরে শোনা গেল দুঃসংবাদ। তৃতীয় ক্রিকেটার হিসেবে চোটে পড়েছেন দানুশকা গুনাথিলাকা। এ ঘটনায় বড় ধাক্কা খেল লঙ্কানরা।

এর আগে ইনজুরির কারণে খেলতে পারছেন না উইকেটরক্ষক ব্যাটসম্যান দীনেশ চান্দিমাল। অন্যদিকে, অন্তত প্রথম দুই ম্যাচে দর্শক হয়ে থাকতে হবে আকিলা ধনঞ্জয়াকে।

পিঠের নিচু অংশে চোট পেয়েছেন গুনাথিলাকা। এশিয়া কাপে দর্শক হয়ে থাকতে হবে তাকে। ২৭ বছর বয়সী এই অলরাউন্ডারের বদলি হিসেবে লঙ্কান দলে যোগ দিচ্ছেন শেহান জয়সুরিয়া।

সেপ্টেম্বরের ১৫ তারিখে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপ শুরু করবে শ্রীলঙ্কা। কিন্তু সে ম্যাচে থাকতে পারবেন না ধনঞ্জয়া। নিজের প্রথম সন্তানের অপেক্ষায় থাকা এই স্পিনার চলে যাবেন সন্তানসম্ভবা স্ত্রীর কাছে। তাই পরের ম্যাচে আফগানিস্তানের বিপক্ষেও পাওয়া যাবে না তাকে।

ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলতে গিয়ে আঙুলের ইনজুরিতে পড়া চান্দিমালের এশিয়া কাপ অনিশ্চয়তার মুখে পড়েছে। গ্রুপ পর্বে অনিশ্চিত এই ক্রিকেটার। চান্দিমালের শূন্যস্থান পূরণে ডাক পান উইকেটরক্ষক ব্যাটসম্যান নিরোশান ডিকভেলা।

চান্দিমাল-ধনঞ্জয়া-গুনাথিলাকা না থাকায় লঙ্কান দলে দুশ্চিন্তার কালো ছায়া ঘন হচ্ছে। তবে কিছুটা হলেও নির্ভার থাকতে পারছে বাংলাদেশ।

এমএ