ঢাকা মঙ্গলবার, ১২ই আগস্ট ২০২৫, ২৮শে শ্রাবণ ১৪৩২


বাস দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন ফুটবলাররা


১৩ সেপ্টেম্বর ২০১৮ ০১:০৬

মালদ্বীপ ফুটবল দল
সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বে একটি ম্যাচেও জয় পায়নি তারা। দুই ম্যাচের দুটিতে হেরে যাওয়া মালদ্বীপ টসভাগ্যে জিতে শেষ পর্যন্ত সেমিফাইনালে খেলার সুযোগ পায়। অবশ্য বলতে হবে ভাগ্য আসলেই মালদ্বীপের ফেবারে। শুধু টসভাগ্যই নয়! বাস দুর্ঘটনা থেকেও রেহাই পেলেন মালদ্বীপের ফুটলাররা।
 
আজ বুধবার (১২ সেপ্টেম্বর) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সেমিফাইনালে নেপালের মুখোমুখি হয় মালদ্বীপ। তার ঠিক দু’দিন আগে টিম হোটেলে ফেরার সময় বিমানবন্দর এলাকায় মালদ্বীপের ফুটবলারদের বহনকারী বাসে ধাক্কা দেয় আরেকটি পাবলিক বাস। তবে তেমন কোনো ক্ষতি হয়নি অতিথি ফুটবালারদের।
 
এ বিষয়টি নিশ্চিত করে মালদ্বীপ ফুটবল দলের প্রধান কোচ পিটার সেগরেট বলেন, সোমবার বিমানবন্দর এলাকায় একটি বাস আমাদের বাসকে ধাক্কা দিয়েছে। আমরা ভালো আছি। দলের সবাই ভালো আছে। কোনো ক্ষতি হয়নি। নিরাপত্তা কর্মীরা সহযোগিতা করেছেন।
 
একেএ