ঢাকা মঙ্গলবার, ১২ই আগস্ট ২০২৫, ২৮শে শ্রাবণ ১৪৩২


এশিয়াকাপে পরিকল্পনার কথা জানালেন মাশরাফি


৭ সেপ্টেম্বর ২০১৮ ০৪:২৪

এশিয়া কাপ খেলতে আগামী রোববার উড়াল দিবে টাইগাররা। তার আগে মিরপুরে বৃহস্পতিবার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলেন এশিয়া কাপ নিয়ে কথা বলেছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। টাইগার এই দলপতি আগেই বলেছে এশিয়া কাপে বাংলাদেশের লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া তাই এই মিশনে শুরুটা ভালো চান তিনি।

এশিয়া কাপের গত তিন আসরের মধ্যে দুটিতে একটুর জন্য শিরোপার ঘরে তুলতে পারেনি টিম-টাইগাররা। তাই এবার আর শিরোপাটা হাতছাড়া করতে চায় না দল। আগামী ১৫ সেপ্টেম্বর দুবাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের এশিয়া কাপ মিশন। গ্রুপপর্বে বাংলাদেশের অপর প্রতিপক্ষ আফগানিস্তান।

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচটাই মাশরাফি ইন মর্তুজার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, ‘প্রথম ম্যাচটা গুরুত্বপূর্ণ। আমরা এশিয়া কাপে কেমন করব, সেটা নির্ভর করবে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের পারফরম্যান্স। আমরা যদি ম্যাচটা জিততে পারি, তাহলে আমরা শুরুতেই আত্মবিশ্বাস পেয়ে যাব।’

‘আমাদের সামর্থ্য আছে ভালো খেলার। দলে ভালো মানের ক্রিকেটার আছে, যারা ম্যাচ উইনার। তারপরও আামাদের প্রথম ম্যাচটা গুরুত্বপূর্ণ। যদি প্রথম ম্যাচটি জিতে যাই আমাদের ভালো করার সুযোগ থাকবে, যোগ করেন অধিনায়ক।

এসএ