ঢাকা মঙ্গলবার, ১২ই আগস্ট ২০২৫, ২৮শে শ্রাবণ ১৪৩২


সাফ চ্যাম্পিয়নশিপে সেমির পথে বাংলাদেশ


৭ সেপ্টেম্বর ২০১৮ ০৩:২১

সাফ চ্যাম্পিয়নশিপে ‘এ’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে জয় পেয়েছে লাল-সবুজেরা। আজ পাকিস্তানকে ১-০ গোলে হারিয়ে দিয়েছে বাংলাদেশ।

প্রথমার্ধে পাকিস্তান কিংবা বাংলাদেশ কেউই গোলের দেখা পায়নি। উল্লেখ করার মতো কোনো আক্রমণও হয়নি দুদলের কাছ থেকে। অবশ্য বল দখলের লড়াইয়ে পাকিস্তানের চেয়ে এগিয়ে রয়েছে লাল-সবুজের জার্সিধারীরা। বলের দখল বাংলাদেশের কাছে ৬২ শতাংশ। আর পাকিস্তানের কাছে ছিলো মাত্র ৩৮ শতাংশ।

এরপর আক্রমণ পাল্টা আক্রমণ চলেছে। ম্যাচ যখন প্রায় শেষ মুহূর্তে, তখন গোলের দেখা পেয়েছে বাংলাদেশ। ৮৭ মিনিটের সময় বিশ্বনাথ ঘোষের থ্রো থেকে দারুণ এক হেড করেন তপু বর্মন, পাকিস্তানি গোলরক্ষককে ফাঁকি দিয়ে বল জড়িয়ে যায় জালে

এই ম্যাচ দেখতে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ১৬ হাজার দর্শক উপস্থিত হয়েছেন। বাংলাদেশের খেলোয়াড়রা বল পায়ে মাঝমাঠ অতিক্রম করলেই সমুদ্রের মতো গর্জন করে উঠছে তারা। প্রকম্পিত হচ্ছে গোটা স্টেডিয়াম এলাকা।

বাংলাদেশ দলে আজ একটি পরিবর্তন নিয়ে মাঠে নামে। প্রথম ম্যাচে শুরুর একাদশে ছিলেন না মামুনুল ইসলাম মামুন। বদলি খেলোয়াড় হিসেবে দ্বিতীয়ার্ধে নামানো হয়েছিল তাকে। আজ শুরুর একাদশে আছেন তিনি। রক্ষণভাগের খেলোয়াড় আতিকুর রহমান ফাহাদের পরিবর্তে খেলছেন মামুনুল। শারীরিক অসুস্থতায় ফাহাদ খেলতে পারছেন না।

বাংলাদেশের একাদশ: মো. ওয়ালি ফয়সাল, তবু বর্মন, টুটুল হোসেন বাদশা, জামাল ভুঁইয়া (অধিনায়ক), মামুনুল ইসলাম মামুন, মো. সাদ উদ্দিন, বিশ্বনাথ ঘোষ, বিপলু আহমেদ, মাহবুবুর রহমান সুফিল, মাসুক মিয়া জনি ও শহিদুল আলম(গোলরক্ষক)।

এসএ