ওয়েস্ট হ্যামকে ৫-১ গোলে হারালো চেলসি

ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে বড় জয় পেয়েছে চেলসি। ওয়েস্ট হ্যাম ইউনাইটেডকে ৫-১ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে ক্লাবটি। ঘরের মাঠে দারুণ শুরু করে ওয়েস্ট হ্যাম।
ম্যাচের ৬ মিনিটে লুকাস পাকেতার দুরপাল্লার অনবদ্য গোলে লিড নেয় দলটি। তবে ১৫ মিনিটে সমতা আনে চেলসি। দারুণ হেডারে স্কোরশিটে নাম তোলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড জোয়াও পেদ্রো। ১৮ মিনিটে জার্মান স্ট্রাইকার ফুলক্রুগ আবারও বল জড়ান চেলসির জালে, তবে অফসাইডের কারণে বাতিল হয় ওয়েস্ট হ্যামের গোল। এরপর গোল উৎসব শুরু করে চেলসি।
২৩ মিনিটে পেদ্রো নেটো এবং ৩৪ মিনিটে এনজো ফার্নান্দেস গোল করলে ৩-১ এর লিড নিয়ে বিরতিতে যায় লন্ডনের ক্লাবটি।
দ্বিতীয়ার্ধে আরও দুটি গোল করে চেলসি। ৫৪ মিনিটে কাইসেডো এবং ৫৮ মিনিটে চালোবাহ স্কোরশিটে নাম তুললে, মৌসুমের দ্বিতীয় ম্যাচে প্রথম জয় পায় ব্লুরা।