সিরিজ রক্ষার ম্যাচে ভারত দলে ৩ পরিবর্তন

অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফিতে ২-১ ব্যবধানে এগিয়ে আছে ইংল্যান্ড। সিরিজ রক্ষার ম্যাচে একাদশে তিনটি পরিবর্তন নিয়ে নেমেছে সফরকারী ভারত। খেলছেন দলের তারকা পেসার জাসপ্রিত বুমরাহ।
আজ বুধবার (২৩ জুলাই) ওল্ড ট্র্যাফোর্ডে শুরু হয়েছে ইংল্যান্ড-ভারত সিরিজের চতুর্থ টেস্ট।
সিরিজে চতুর্থবারের মতো টস হেরেছেন কাপ্তান শুবমান গিল। ইংলিশরা আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারত তুলেছে বিনা উইকেটে ৭৫। কেএল রাহুল ৩৯ রানে এবং যশস্বী জয়সওয়াল ৩৫ রানে অপরাজিত আছেন।
ভারতের একাদশে করুন নায়ারের জায়গায় ঢুকেছেন সাই সুদর্শন। নিতিশ রেড্ডির জায়গায় নেয়া হয়েছে শার্দুল ঠাকুরকে। আকাশ দীপের পরিবর্তে ম্যাচে অভিষেক হতে যাচ্ছে পেসার অংশুল কাম্বুজের।
একাদশে আছেন ওয়াশিংটন সুন্দর। চোট পাওয়া ঋষভ পান্তও খেলছেন।
ম্যানচেস্টারে রেকর্ড অবশ্য ভারতের প্রতিকূলে। ৯ ম্যাচের চারটিতে হেরেছে তারা। পাঁচটি টেস্ট ড্র হয়েছে।