ঢাকা মঙ্গলবার, ১২ই আগস্ট ২০২৫, ২৮শে শ্রাবণ ১৪৩২


পাকিস্তান দলে একের পর এক পরিবর্তনে বিরক্ত সাবেক অধিনায়ক


১৭ মার্চ ২০২৫ ১৪:১৪

সংগৃহীত

পাকিস্তান ক্রিকেট যেন মিউজিক্যাল চেয়ার। এখানে কে কাকে ঠেলে আগে বসতে পারে সব সময় সেই প্রতিযোগিতা চলে। তবে তাতে যে খুব একটা কাজ হচ্ছে তা নয়। বরং একের পর এক আইসিসি ইভেন্টে ব্যর্থ হতে হচ্ছে পাকিস্তানকে। যা নিয়েই এবার বিরক্তি প্রকাশ করেছেন দেশটির সাবেক অধিনায়ক ইনজামাম-উল-হক।

 

গত দুই বছরে বোর্ডপ্রধান থেকে শুরু করে কোচ ও অধিনায়কে ব্যাপক বদল হয়েছে পাকিস্তানে। যা দলের ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে বলে মনে করেন ইনজামাম। যা নিয়েই এবার বোর্ডকে পরামর্শ দিয়েছেন তিনি।

 

ইনজামাম বলেন, ‘গত দুই বছরে, পাকিস্তান দলের পারফরম্যান্সের অবনতি হয়েছে। আমরা যদি সঠিক পথে কাজ না করি, তাহলে আমরা আরও পতনশীল হতে থাকব। ব্যবস্থাপনা, কোচ এবং খেলোয়াড়দের বারবার পরিবর্তন করলে সমস্যার সমাধান হবে না। আমাদের বসে বসে ভাবতে হবে কোথায় ভুল হচ্ছে।’

 

দলে ক্রমাগত পরিবর্তন খেলোয়াড়দের আত্মবিশ্বাসকে দুর্বল করবে বলেও জানান ইনজামাম। বলেন, ‘অনেক পরিবর্তন আনার পরিবর্তে, আমাদের সাবধানে ভাবতে হবে কোথায় ভুল হচ্ছে। যদি ক্রমাগত পরিবর্তন আসতে থাকে, তাহলে খেলোয়াড়রা তাদের প্রয়োজনীয় আত্মবিশ্বাস অর্জন করতে পারবে না এবং পরিস্থিতি একই থাকবে।’

 

সম্প্রতি নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দল থেকে বাদ পড়েছেন বাবর আজম। যা নিয়েও সমালোচনা করেছেন ইনজামাম। বাবরের প্রতি তার আস্থার কথা জানিয়েছেন তিনি। বলেন, ‘বাবর আজম একজন তারকা খেলোয়াড়। প্রত্যেকেই কঠিন সময়ের মধ্য দিয়ে যায়, যদিও জাতীয় দলে গত কয়েক মাস ধরেই সে ভালো ক্রিকেট খেলছে না। ম্যানেজমেন্ট এবং খেলোয়াড়দের ওপর আস্থা রাখুন, এবং ভুলগুলো কোথায় তা চিহ্নিত করার জন্য একসাথে কাজ করুন। বারবার কোচ এবং খেলোয়াড় পরিবর্তন করলে সমস্যার সমাধান হবে না।’