ঢাকা মঙ্গলবার, ১২ই আগস্ট ২০২৫, ২৮শে শ্রাবণ ১৪৩২


কানপুরে সাকিবকে বিশেষ সংবর্ধনা দিতে চায় ইউপি ক্রিকেট


২৭ সেপ্টেম্বর ২০২৪ ১২:১৪

ফাইল ফটো

কানপুরে আজ থেকে শুরু হবে বাংলাদেশ বনাম ভারতের সিরিজের দ্বিতীয় টেস্ট। শুধু সিরিজ নির্ধারণী ম্যাচ বলেই নয়, বাংলাদেশের ক্রিকেটার সাকিব আল হাসানের নিজ দেশের বাইরে শেষ টেস্ট হওয়ায় কানপুর টেস্ট এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। দেশের বাইরে সাকিবের ক্যারিয়ারের শেষ টেস্ট ম্যাচ রাঙাতে বিশেষ সংবর্ধনা দেয়ার পরিকল্পনা করেছে উত্তর প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন।

 

সাধারণ সম্পাদক অরবিন্দ কুমার শ্রীবাস্তব কাল সাকিবের অবসরের ঘোষণা জানার পর সিরিজ কাভার করতে যাওয়া বাংলাদেশের সাংবাদিকদের এ কথা জানান। উত্তর প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন সাধারণ সম্পাদক অরবিন্দ কুমার শ্রীবাস্তব গতকাল সাকিবের অবসরের ঘোষণা জানার পর সিরিজ কাভার করতে যাওয়া বাংলাদেশের সাংবাদিকদের এ কথা জানান।

 

অরবিন্দ বলেন, সে অনেক বড় ক্রিকেটার, অনেক জনপ্রিয়। আমরা খুশি যে বাংলাদেশ দল প্রথমবারের মতো এখানে খেলতে এসেছে। সাকিবও এখানে এসেছে। এটা আসলে আমাদের জন্যও সম্মানের বিষয়।

 

এই টেস্টে সাকিবকে সংবর্ধনা দেয়ার কোনো পরিকল্পনা আছে কিনা জানতে চাওয়া হলে অরবিন্দ বলেন, আমরা অবশ্যই তাকে কানপুরে ভালোভাবে বিদায় দেয়ার চেষ্টা করব। সভাপতির সঙ্গে কথা বলব বিষয়টি নিয়ে। আমরা দেখব, এর আগে কীভাবে এ ধরনের বিদায়ী সংবর্ধনা দিয়েছি। সেগুলো দেখে আমরা একটা সিদ্ধান্ত নেব, কীভাবে করা যায়।