ঢাকা মঙ্গলবার, ১২ই আগস্ট ২০২৫, ২৮শে শ্রাবণ ১৪৩২


ক্রিকেটার সাকিবের বিরুদ্ধে মামলা


২৩ আগস্ট ২০২৪ ০৮:২৫

ফাইল ফটো

ক্রিকেটার ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের বিরুদ্ধে মামলা হয়েছে। পোশাক শ্রমিক রুবেলকে হত্যার অভিযোগে করা মামলায় তাকে অভিযুক্ত করা হয়েছে। রাজধানীর আদাবর থানায় হত্যা মামলাটি করেছেন নিহত রুবেলের বাবা রফিকুল ইসলাম।

বৃহস্পতিবার মামলাটি নথিভুক্ত করা হয়েছে বলে নিশ্চিত করেছেন আদাবর থানার পরিদর্শক মো. নজরুল ইসলাম।

 

মামলার এজহারনামীয় আসামি করা হয়েছে শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ ১৫৬ জনকে। অজ্ঞাত আরও ৪০০-৫০০ জনকে আসামি করা হয়েছে। আসামিদের তালিকায় ২৮ নম্বরে রয়েছে সাকিবের নাম। 

মামলার এজাহারে বাদী অভিযোগ করেছেন, গত ৫ আগস্ট রুবেল আদাবরের রিংরোডে প্রতিবাদী মিছিলে অংশ নেন। এ সময় আসামিদের প্রত্যক্ষ ও পরোক্ষ নির্দেশ, প্ররোচনা, সাহায্য, সহযোগিতা ও প্রত্যক্ষ মদদে মিছিলে গুলি ছুড়া হয়। এতে বুকে ও পেটে গুলিবিদ্ধ হন রুবেল। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭ আগস্ট মারা যান। 

মামলায় আসামির তালিকায় দল হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ ছাত্রলীগ, বাংলাদেশ যুবলীগ, বাংলাদেশ স্বেচ্ছাসেবকলীগ, বাংলাদেশ শ্রমিকলীগ, বাংলাদেশ তাঁতীলীগ, বাংলাদেশ কৃষকলীগ, বাংলাদেশ মৎসজীবীলীগের নামও রয়েছে।