ঢাকা মঙ্গলবার, ১২ই আগস্ট ২০২৫, ২৮শে শ্রাবণ ১৪৩২


ফাইনালের আগে মেসিকে নিয়ে বোমা ফাটালেন সাবেক ফুটবলার


১৩ জুলাই ২০২৪ ০৯:২৮

ছবি: সংগৃহীত

কোপা আমেরিকার ৪৮তম আসরের ফাইনালে কলম্বিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। এবার চ্যাম্পিয়ন হলে টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ ১৬বার শিরোপা জেতার রেকর্ড গড়বে আলবিসেলেস্তেরা। অন্যদিকে দ্বিতীয় ট্রফিতে চোখ রেখে নামবে কলম্বিয়ানরা।

 

এই ম্যাচের আগে মেসিকে নিয়ে রীতিমতো বিস্ফোরক মন্তব্য করেছেন কলম্বিয়ার সাবেক ফুটবলার আদোলফ ট্রেন ভ্যালেন্সিয়া। সাবেক এ ফুটবলারের মতে, ফাইনালে আগের মতো মেসিকে নির্দিষ্ট করে মার্ক করার প্রয়োজন পড়বে না।

 

রোববার মায়ামির হার্ড রক স্টেডিয়ামে কোপার বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামবে ২৩ বছর পর ফাইনাল খেলতে আসা কলম্বিয়া।

 

মেসি সম্পর্কে আর্জেন্টাইন পত্রিকা ‘টিওয়াইসি স্পোর্টস’কে দেওয়া এক সাক্ষাৎকারে ভ্যালেন্সিয়া বলেন, ‘আমরা জানি, আর্জেন্টিনা অনেক কঠিন প্রতিপক্ষ। কারণ, তারা বিশ্বকাপ ও কোপা আমেরিকার বর্তমান চ্যাম্পিয়ন। কিন্তু আমাদের দলের ফুটবলাররা আত্মবিশ্বাসী তাদের হারানোর ব্যাপারে।’

 

মেসির ব্যাপারে কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘মেসি আর আগের মেসি নেই; যাকে আমরা বার্সেলোনাতে দেখে অভ্যস্ত। যে কিনা ৬/৭ জন ফুটবলারকে কাটিয়ে দ্রুত গতিতে বল নিয়ে যেতেন বছরের পর বছর। তাই আমাদের যারা তরুণ, তারা জানে মেসি আর আগের মেসি নেই। ডি মারিয়াও সেই আগের ফুটবলার নয়; যেমন ২৩-২৭ বছর বয়স থাকাকালীন সময়ে ক্ষিপ্র গতিতে ছুটতে পারতো।’

 

মেসিকে এখন মার্ক করা সহজ বলে মনে করেন ভ্যালেন্সিয়া। তিনি বলেন, ‘এখন মেসিকে যে কেউই মার্ক করতে পারে। আমি সবসময়ই তার একজন ভক্ত। আমি তাকে অনেকদিন ধরেই সম্মান করি। সে একজন অসাধারণ ফুটবলার। যার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই কারোর। আমি তার একজন পাড় ভক্ত।’